স্বামী-স্ত্রীর সম্পর্কের সামাজিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি
স্বামী-স্ত্রীর সম্পর্কের সামাজিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি - মুহাম্মাদ আল-আমিন খান বৈবাহিক সম্পর্ক টিকে থাকে কিসের উপর ভিত্তি করে ? কোথায় ভুল হলে এ সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ছিন্ন হয়ে যায় ? এ দুটি প্রশ্নের উত্তর না জেনে , না বুঝে দাম্পত্য জীবন চলে না। একটা ছেলে বা মেয়ে চারিত্রিক দিক দিয়ে খারাপ হলে অথবা স্বজনদের সাথে নেতিবাচক আচরণ করলেও তার মা-বাবা , ভাই-বোন বা অন্য কোনো রক্তের বন্ধনের আত্মীয়ের কাছে সে ওই সম্পর্ক দ্বারাই চিরদিন আবদ্ধ থাকে। সাময়িক তিক্ততা তৈরী হলেও রক্তের ওই সম্পর্ক কখনোই চিরতরে ছিন্ন হয়ে যায় না। কিন্তু একটা মাত্র সম্পর্ক আছে যেটা জৈবিক ও রক্তের মাধ্যমে তৈরী না হলেও , সেই সম্পর্ক চিরদিন বহু জৈবিক ও রক্তের সম্পর্ক তৈরী করে চলে। আর সেটা হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। স্বামী-স্ত্রীর সম্পর্কের সামাজিক ভিত্তি হলো- বিবাহ। আর এ সম্পর্কের মনস্তাত্বিক ভিত্তি হলো- বিশ্বাস। আর এ বিশ্বাসের মূলে আছে যৌনতার সম্পর্ক , যা একে অপরের কাছে আমানত স্বরূপ। স্ত্রীর দেহ ও মন স্বামীর জন্যে , স্বামীর দেহ ও মন স্ত্রীর জ...